বাগধারাঃ গ

  • গণেশ উল্টানো: ফেল মারা
  • গা করা: উদ্যোগ নেয়া
  • গজকচ্ছপের লড়াই: প্রবল প্রতিদ্বন্দ্বিতা
  • গলায় গলায় ভাব: সৌহার্দ্য
  • গোকুলের ষাঁড়: স্বেচ্ছাচারী/ ভবঘুরে
  • গোদের উপর বিষফোঁড়া: যন্ত্রণার উপর যন্ত্রণা
  • গা ঢাকা দেয়া: আত্মগোপন করা
  • গড্ডলিকা প্রবাহ: অন্ধ অনুকরণ
  • গঙ্গাজলে গঙ্গাপূজো: পরে পরে সমাধান
  • গো-মূর্খ: জড়বুদ্ধি
  • গণ্ডায় আড়া দেয়া: ফাঁকি দেয়া
  • গলবস্ত্র হওয়া: বিনীতভাবে অনুরোধ
  • গৌরচন্দ্রিকা: ভূমিকা/ ভণিতা
  • গঙ্গা পাওয়া: মারা যাওয়া
  • গোবরে পদ্মফুল: নীচ কুলে মহৎ ব্যক্তি
  • গোডিমওয়ালা শিশু: দুধের বাচ্চা
  • গুণ গাওয়া: প্রশংসা করা
  • গায়ে ফুঁ দিয়ে বেড়ানো: কোনো দায়িত্ব গ্রহণ না করা
  • গয়ংগচ্ছ: ডিলেমি
  • গরজ বড় বালাই: প্রয়োজনে গুরুত্ব
  • গায়ে মানে না আপনি মোড়ল: স্বয়ংসিদ্ধ নেতা
  • গলায় পা দেওয়া: পীড়ন করা
  • গা তোলা: উঠা
  • গরম গরম: তৎক্ষণাৎ
  • গুরুচণ্ডালী: উঁচু-নিচুর সহাবস্থান
  • গৌরীসেনের টাকা: অফুরন্ত অর্থ
  • গোবর গণেশ: অকর্মণ্য/ নিরেট মূর্খ
  • গংগ্রাম: বড়গ্রাম / অজপাড়াগাঁ
  • গোবৈদ্য: আনাড়ি চিকিৎসক
  • গোঁয়ার গোবিন্দ: নির্বোধ অথচ হঠকারী
  • গুড়ে বালি: আশায় নৈরাশ্য
  • গায়ে হাত তোলা: প্রহার করা
  • গেঁড়াকল: লোককে ঠকাবার কৌশল
  • গলাগলি: ঘনিষ্ঠতা
  • গোল্লায় যাওয়া: অধঃপাতে যাওয়া
  • গায়ে পড়া: অনধিকার চর্চা / অযাচিত
  • গোঁফ খেজুরে: নিতান্ত অলস
  • গোড়ায় গলদ: শুরুতে ভুল
  • গ্যাঁট হয়ে বসা: অনড় অটল হয়ে বসা
  • গাছপাথর: হিসাব নিকাশ
  • গলগ্রহ: পরের বোঝা হয়ে থাকা
  • গদের গদ: অতিদূর সম্পর্কিত ব্যক্তি
  • গর্দভরাগিণী: কর্কশ সুর
  • গণ্ডি লাগা: মোটা হওয়া
  • গুলতানি করা: বাজে আড্ডা দেওয়া
  • গভীর গাড্ডা: গভীর সমস্যা
  • গররাজি: অনিচ্ছুক
  • গোষ্ঠির তুষ্টি করা: অনর্থক করা
  • গাঁতের মাল: চোরাই মাল
  • গাব করা: গায়েব করা
  • গুবলেট করা: ভেস্তে দেওয়া
  • গুলপটি: অশোভন আচরণ
  • গুলি মারা: তোয়াক্কা না করা
  • গোলে হরিবল: বিশৃঙ্খলা
  • গরু মেরে জুতো দান: বড় ক্ষতি করে সামান্য পূরণ
  • গায়ে কাঁটা দেয়া: ভয়ে শিউরে ওঠা / রোমাঞ্চ হওয়া
  • গেঁয়ো যোগী ভিখ পায় না: নিজ দেশে গুণীর কদর নেই
  • গাছে তুলে মই কাড়া: সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
  • গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
  • গজেন্দ্রগমন বা গদাই লস্করি চাল: মৃদু মন্থর গমন বা আলসেমি
  • গাছে না উঠতে এক কাঁদি: কাজে অবতীর্ণ হওয়ামাত্র প্রাপ্তির আশা
  • গরিবের ঘোড়া রোগ: অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
  • গোড়ায় কেটে আগায় জল ঢালা: জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস
Reference: