বাগধারাঃ ঘ

  • ঘা খাওয়া: কষ্ট পাওয়া
  • ঘাঘু: অভিজ্ঞ/ চালাক
  • ঘোড়া রোগ: সাধ্যের অতিরিক্ত সাধ
  • ঘাটের মরা: অতি বৃদ্ধ
  • ঘোড়ার ডিম: অলীক বস্তু
  • ঘরে আগুন দেয়া: সংসারে বিবাদ বাধানো
  • ঘটিরাম: অপদার্থ/ অযোগ্য
  • ঘর ভাঙানো: সংসার বিনষ্ট করা
  • ঘরের শত্রু বিভীষণ: যে গৃহে বিবাদ করে
  • ঘরভেদী বিভীষণ: কপট স্বজন
  • ঘোড়ার ঘাস কাটা: বাজে কাজ করা
  • ঘর থাকতে বাবুই ভিজা: সুযোগ থাকতে নষ্ট
  • ঘুঘু চরানো: সর্বনাশ করা
  • ঘটি চোর: ছিঁচকে চোর
  • ঘাট মানা: অন্যায় স্বীকার করা
  • ঘুমগড়ে: ঘুমকাতুরে
  • ঘাড়ে-গর্দানে: অত্যন্ত মোটা
  • ঘুণ হওয়া: দক্ষতা লাভ করা
  • যা যাওয়া: আঘাত পাওয়া
  • ঘেঁষ দেয়া: আমল দেয়া
  • ঘণ্টাগরুড়: অকর্মণ্য লোক
  • ঘোড়ার কামড়: দৃঢ় পণ
  • ঘরাঘরি: নিজেদের মধ্যে
  • ঘরের ঢেঁকি কুমীর: বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
  • ঘরপোড়া গরু: বেদনাদায়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
  • ঘর জ্বালানো পর ভুলানো: আত্মীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয়
  • ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো: ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কর্ম করা
Reference: