MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ধ
ধোপার গাধা:
পরের জন্য খাটা
ধনুর্ভঙ্গ পণ:
কঠিন প্রতিজ্ঞা
ধাপার মাঠ:
আবর্জনা ফেলার স্থান
ধর লক্ষ্মণ:
অতি অনুগত
দুধে ধোয়া তুলসীপাতা:
নির্দোষ
ধড়ে প্রাণ আসা:
বিপদ থেকে উদ্ধার
ধুয়ো তোলা:
অজুহাত বের করা
ধরতাই বুলি:
চালু কথা
ধান দিয়ে লেখাপড়া শেখা:
নামমাত্র খরচ
ধোপার গাধা:
ভারবাহী
ধোপা নাপিত বন্ধ করা:
একঘরে করা
ধড়া-চূড়া:
সাজপোশাক
ধর্মের কল:
সত্য
ধর্মপুত্র যুধিষ্ঠির:
অতান্ত ধার্মিক
ধরি মাছ না চুই পানি:
কৌশলে কার্যোদ্ধার
ধামাধরা:
চাটুকারিতা/তোষামোদকারী
ধর্মের ষাঁড়:
স্বেচ্ছাচারী ব্যক্তি/অপদার্থ/অকর্মণ্য
ধাষ্টামি:
দুঃসাহস / আস্পর্ধা
ধিনিকেষ্ট:
দায়িত্বপালনহীন ব্যক্তি
ধুমুল দেয়া / ধুমুল পেটানো:
প্রচার করা
ধুন্ধুমার:
তুমুল কাণ্ড
ধুমড়ো লোচন:
কিন্তুত ধরনের লোক
ধোঁকার টাটি:
প্রতারণার উপরের আবরণ
ধ্যাড়ানো:
কাজ পণ্ড করা
ধেবড়ে যাওয়া:
অবিন্যস্ত হয়ে যাওয়া
ধোপে টেকা:
সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
ধোয়ানো:
তিরস্কার ও গালমন্দ করা
ধেয়ে নাচনি:
কোনো কাজ করে না এমন স্ত্রীলোক
ধনুর্ভঙ্গ পণ:
কঠোর প্রতিজ্ঞা
ধানাই-পানাই:
আবোল তাবোল কথা
ধরাকে সরা জ্ঞান করা:
অহঙ্কারে সব কিছুকে তুচ্ছ মনে করা
ধান ভানতে শিবের গীত:
অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা
Reference: