MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ন
ন কড়া ছ কড়া:
হেলাফেলা
নেই আঁকড়া:
একগুঁয়ে
নাক ডুবানো:
গৌরব বিসর্জন দেওয়া
নদের চাঁদ:
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
ননীর পুতুল:
শ্রমবিমুখ
নয় ছয়:
অপচয়/অপব্যয়
নিরানব্বইয়ের ধাক্কা:
সঞ্চয়ের প্রবৃত্তি
নবমী দশা:
মুর্ছা
নাক সিটকানো:
অবজ্ঞা করা
নরক গুলজার:
অনেকে জুটে সরগরম
নাটের গুরু:
মূলনায়ক
ন মাসে-ছ মাসে:
কালে-ভদ্রে
নখদর্পণে:
পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত
ন-দুয়ারি:
দ্বারে দ্বারে
বুড়ো জ্বেলে দেওয়া:
মৃত্যু কামনা করা
নারদের ঢেঁকি:
বিবাদের বিষয়
নাচতে নেমে ঘোমটা বৃথা লজ্জা
নকশা করা:
তামাশা করা / ন্যাকামি করা
নগদ নারায়ণ:
নগদ অর্থ
নোলা বাড়ানো:
লোভ করা
নিজের ঢাক নিজে পেটানো:
আত্মপ্রকাশ
নিমরাজি:
আংশিক স্বীকার করা
নজর দেওয়া:
কুদৃষ্টি
নিজের কোলে ঝোল টানা:
চরম স্বার্থপরতা
নটঘট/ নটঘটি:
কেলেঙ্কারি/ নষ্টামি
নটখট / নটখটি:
গোলমাল
নয়দুয়ারি:
দ্বারে দ্বারে ভিক্ষা করে এমন
ননদী ভুলী:
কুকর্মের সাথী
নবমীর পাঁঠা:
প্রাণভয়ে ভীত ব্যক্তি
নন্দভূঙ্গি:
আদুরে / অকর্মণ্য
নব কার্তিক:
সুদর্শন কিন্তু অকর্মণ্য
নাদাপেটা:
মস্ত ভুঁড়িওয়ালা
নাক উঁচানো:
অবজ্ঞা প্রকাশ করা
নাগাড় মারা:
শেষ করা
নিকুচি করা:
শেষ করা/ দফারফা
নাকাল হওয়া:
জব্দ হওয়া
নালায়েক:
অক্ষম/অপদার্থ
নাম কাটা সেপাই:
কর্মচ্যুত ব্যক্তি
নাড়ু গোপাল:
আদুরে ছেলে
নেংটি পড়া:
অত্যন্ত দরিদ্র
ন্যাতপ্যাত:
নরম ভাব
Reference: