বাগধারাঃ ফ

  • ফপর দালালি: অতিরিক্ত চালবাজি
  • ফাঁদে পা দেয়া: ষড়যন্ত্রে পড়া
  • ফেউ লাগা: কাউকে ক্রমাগত বিরক্ত করা
  • ফেঁপে ওঠা: ধনবান হওয়া
  • ফোঁড়ন দেওয়া: টিপ্পনী কাটা
  • ফুলের আঘাত: সামান্য দুঃখ কষ্ট
  • ফেকলু পার্টি: কদরহীন লোক
  • ফুটিফাটা: চৌচির
  • ফতো নবাব: সম্বলহীনের বড়লোকিভাব
  • ফোঁস মনসা: ক্রোধী লোক
  • ফরদা ফাঁই: ছিন্নভিন্ন
  • ফক্কা করা: নিঃশেষ করা / অপচয় করা
  • ফাঁটা কপাল: মন্দভাগ্য
  • ফেউ লাগা: পিছনে লেগে বিরক্ত করা
  • ফিকির খোঁজা: উপায় বা সুযোগ খোঁজা
  • ফেরফার: কৌশল / মারপ্যাঁচ
  • ফেলাছড়া: অপচয় / অপব্যয়
  • ফোঁড়ন দেয়া বা কাটা উত্তেজনাকর টিপ্পনী কাটা
  • ফোর টুয়েন্টি ধাপ্পাবাজ
  • ফুলবাবু: বিলাসী বা সৌখিন লোক
  • ফুটো পয়সার লড়াই: সামান্য বিষয় নিয়ে বিবাদ
  • ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া: সামান্য পরিশ্রমে কাতর
  • ফোপর-দালাল: উপযাচক হয়ে অন্যের ব্যাপারে কথা বলা
Reference: