MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগধারাঃ ব
বিন্দু বিসর্গ: সামান্যতম
বাঘের মাসি: আরামপ্রিয় ব্যক্তি
বিনা মেঘে বজ্রপাত: আকস্মিক বিপদ
বইয়ের পোকা: পড়ুয়া
বারো ভূত: আত্মীয় লোকজন
বাঘের আড়ি নাছোড়বান্দা / দুশমনি
বাঁ হাতের ব্যাপার: ঘুষ গ্রহণ
বাঘের দুধ (চোখ) দুঃসাধ্য বস্তু
বাঘের আড়ি: গোয়ার্তুমি / প্রবল জেদ
বারো মাস ত্রিশদিন: প্রতিদিন
বিষের পুঁটলি: হিংসুটে / বিদ্বেষী
বক ধার্মিক / বিড়াল তপস্বী: ভণ্ড সাধু
বাড়া ভাতে ছাই: আশা ভঙ্গ
বক দেখানো: অশোভন বিদ্রুপ করা
বিসমিল্লায় গলদ: গোড়ায় গলদ/শুরুতে ভুল
ব্যাঙের সর্দি: অসম্ভব ঘটনা
বড়র পিরীতি বালির বাঁধ: ভঙ্গুর
ব্যাঙের আধুলি: সামান্য ধনে অহংকার
বালির বাঁধ: ক্ষণস্থায়ী বস্তু
বর্ণচোরা কপটচারী
বুদ্ধির ঢেঁকি: নিরেট মূর্খ / নির্বোধ লোক
বর্ণচোরা আম: কপট ব্যক্তি
বসন্তের কোকিল: সুসময়ের বন্ধু
বিড়ালের খুদ: শ্রদ্ধার সামান্য উপহার
বউ-কাঁটকি: পুত্রবধূকে যন্ত্রণা দেয়
বচনবাগীশ: কথায় পটু
বয়সের গাছ-পাথর না থাকা: অত্যন্ত বৃদ্ধ
বারো সতেরো খুঁটিনাটি
বাহাত্তরে ধরা: মতিচ্ছন্ন হওয়া
বেগার ঠেলা: বিনা পারিশ্রমিকে কাজ করা
বিরাশি সিক্কা ওজন: বিপুল ওজন
বারো মাসে তেরো পার্বণ: উৎসবের আধিক্য
বগল বাজানো আনন্দ প্রকাশ করা
বুড়ো বয়সে চূড়াকরণ: খোকামি
বুড়ি ছোঁয়া: নামমাত্র নিয়ম পালন
বানরের গলায় মুক্তার হার: অপাত্রে উৎকৃষ্ট সামগ্রী দান
বরাখুরে: বদমাশ / শুয়োরখেকো
বয়ে যাওয়া: ক্ষতিবৃদ্ধি জ্ঞান না করা
বামনের গরু: যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে
বলিহারি: অপূর্ব/চমৎকার
হাথে চুলে আঠার ঘা: মারধর
বুকের পাটা: সাহস
বিড়ালের গলায় ঘন্টা বাঁধা: বিপদের ঝুঁকি নেয়া
বেনাবনে মুক্তো ছড়ানো: অপাত্রে মূল্যবান জিনিস
বাগে পাওয়া: কায়দায় পাওয়া
বাঘা-বাঘা: বিরাট
বরফটাই: বড়াই
বামন হয়ে চাঁদে হাত: অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা
বাপান্ত করা: গালাগালি করা
বড়মুমু: অতি ধূর্ত লোক
ব্যাঙের লাথি: নগণ্য লোকের দ্বারা অপমান
বেলেল্লাপনা: অসভ্য আচরণ
বায়ালকে হাইকোর্ট দেখানো: সরল লোককে প্রতারিত করা
বুকে চড়া: আক্রমণ করা
বয়স ফোঁড়া: যৌবনের সূচনালগ্নে যে ব্রণ দেখা যায়
এজের গোপাল/দুলাল: আদুরে এবং অকর্মণ্য ছেলে
বিড়ালের আড়াই পা: বেহায়াপনা/ক্ষণস্থায়ী বাগ
বিফেদূতী: যে পরস্পরের মধ্যে কথা চালাচালি করে
বোঝার উপর শাকের আঁটি: অতিরিক্তের অতিরিক্ত
বাজখাই আওয়াজ: অত্যন্ত কর্কশ/গম্ভীর গলার আওয়াজ
বিষ নেই তার কুলোপনা চক্কর: অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
বজ্র আটুনি ফস্কা গেরো: বাইরে আড়ম্বর ভেতরে শূন্যতা
বরের ঘরে পিসী কনের ঘরে মাসী: উভয় কুল রক্ষা করে চলা
বিদুরের খুদ: গরিব ভক্তের সামান্য উপহার
বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া: ক্ষমতা প্রদর্শন
বিড়ালের ভাগ্য শিকা ছেঁড়া: ভাগ্যক্রমে বিনা চেষ্টাতে কাঙ্খিত বস্তু লাভ
বেল পাকলে কাকের কি: উপভোগ করতে অক্ষম ব্যক্তির উৎকৃষ্ট সামগ্রীর প্রতি লোভ করা
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে: জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Reference: