MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
বাগ্ধারাঃ ভ
ভুঁইফোড়:
অর্বাচীন/নতুন
ভূতের বাপের শ্রাদ্ধ:
অপব্যয়
ভানুমতির খেল/ভেলকিবাজি:
যাদুবিদ্যা
ভাগার ফলা:
অনুর্বর
ভরাডুবি:
সর্বনাশ
ভিটেয় ঘুঘু চরানো:
সর্বস্বান্ত করা
ভিজে বিড়াল:
কপটচারী
ভেরেণ্ডা ভাজা:
অকাজের কাজ
ভাগ্যের দোহাই দেয়া:
কপালে হাত দেওয়া
ভাড়ে মা ভবানী:
রিক্ত হস্ত
ভূষণ্ডির কাক:
দীর্ঘায়ু ব্যক্তি
ভয়ে কেঁচো হয়ে থাকা:
ভয়ে জড়সড় হওয়া
ভস্মে ঘি ঢালা:
নিষ্ফল কাজ
ভেড়ার পাল:
অন্ধ অনুকরণ
ভূগুড়ি ভাঙা:
ক্রমাগত গল্প করে যাওয়া
ভেড়াকান্ত:
শ্রেষ্ঠ বোকা
ভীষ্মের প্রতিজ্ঞা:
অনড় সংকল্প
ভূতছাড়া করা:
মারধর করে শায়েস্তা করা
ভক্তবিটেল:
ভণ্ড
ভালুক জ্বর:
এই আসে এই যায়
ভূতের বাপের শ্রাদ্ধ:
অত্যধিক ব্যয়
ভাদ্র মাসের তাল:
প্রচণ্ড কিল
ভূতের ব্যাগার:
অযথা শ্রম
ভুলচুক/ভুল কাটকা:
ছোটখাটো ভুল
ভক্তি দেয়া:
ফাঁকি দেয়া
ভজকট:
ঝঞ্ঝাট/ঝামেলা
ভাতে মারা:
অন্ন সংস্থান বন্ধ করা
তুষ্টিনাশ করা:
ধ্বংস করা
ভূত ঝাড়া:
নির্দয়ভাবে প্রহার বা গালি দেওয়া
ভিত্তর বার এক:
অকপট
ভীমরুলের চাকে খোঁচা দেওয়া:
উস্কানি দেওয়া
ভূসিমাল:
বাজে জিনিস
ভোগা দেয়া:
ফাঁকি দেয়া
ভবী ভোলবার নয়/ভবী ভোলে না:
নাছোড়বান্দা
ভ্যাবা গঞ্জারাম:
নিরেট বোকা
ভরাডুবির মুষ্টিলাভ:
শেষ সম্বল
ভাঁড়ের কলসী:
স্বার্থসিদ্ধির উপায়
ভিদভিদে:
চাপা স্বভাবের
ভিরমি খাওয়া:
মুর্ছা যাওয়া
ভাগের মা গঙ্গা পায় না:
ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না
ভূতের মুখে রাম নাম:
নিজের স্বভাবের বিরুদ্ধে কথা বলা/অসম্ভব ব্যাপার
Reference: