বাগধারাঃ য

 

  • যবনিকা পতন: পরিসমাপ্তি
  • যমের অরুচি: সহজে মরে না
  • যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন: খুব সামান্য তফাত
  • যম-যন্ত্রণা: মৃত্যু যন্ত্রণা
  • যমের দোসর: ভয়ানক লোক
  • যক্ষের ধন / কুবেরের ধন: কৃপণের ধন
  • যখন-তখন অবস্থা: মুমূর্ষু অবস্থা
  • যমের ভুল: যার মরণ হয় না
  • যশুরে কই: বেঢপ / স্ফীত মস্তক শীর্ণ দেহী
  • যো হুকুম: চাটুকার
  • যো সো করা: জোড়াতালি দিয়ে
  • যার লাঠি তার মাটি: জোর যার মুল্লুক তার
  • যোগসাজশ: জোট, পরামর্শ
  • যত গর্জে তত বর্ষে না: আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম
  • যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন'জন: মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
  • যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়: যেখানে ভয়, সেখানে বিপদ হয়

 

Reference: