MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের পরিবর্তন
কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন:
বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে।
দিয়া, দ্বারা, কর্তৃক প্রভৃতি লুপ্ত হয়ে তা শূন্য বিভক্তিযুক্ত হবে।
ক্রিয়া কর্তার অনুসারী হবে।
কর্মবাচ্য
কর্তৃবাচ্য
নজরুল কর্তৃক 'অগ্নিবীণা' লিখিত হয়েছে।
নজরুল 'অগ্নিবীণা' লিখেছেন
তোমা হতে আমার শান্তি তুমি আমাকে শান্তি দিলে আসলো না।
তুমি আমাকে শান্তি দিলে না
Reference: অগ্রদূত বাংলা