কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের পরিবর্তন

কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন:

  • বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে।
  • দিয়া, দ্বারা, কর্তৃক প্রভৃতি লুপ্ত হয়ে তা শূন্য বিভক্তিযুক্ত হবে।
  • ক্রিয়া কর্তার অনুসারী হবে।
কর্মবাচ্যকর্তৃবাচ্য
নজরুল কর্তৃক 'অগ্নিবীণা' লিখিত হয়েছে।নজরুল 'অগ্নিবীণা' লিখেছেন
তোমা হতে আমার শান্তি তুমি আমাকে শান্তি দিলে আসলো না। তুমি আমাকে শান্তি দিলে না
Reference: অগ্রদূত বাংলা