ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন

ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন:

  • কবাচ্যের অর্থ অপরিবর্তিত থাকবে।
  • ও. এর, কে প্রভৃতিযুক্ত পদের বিভক্তি লোপ পেয়ে কর্তৃপদে পরিণত হবে।
  • কর্তৃপদের অনুসারী ক্রিয়া ব্যবহৃত হবে।
ভাববাচ্যকর্তৃবাচ্য 
একটি গান করা হউক। একটি গান কর।
এবার বাঁশিটি বাজানো হোক। এবার বাঁশিটি বাজাও।
Reference: অগ্রদূত বাংলা