বিরাম চিহ্নের তালিকা

 

যতি চিহ্নের নামআকৃতিবিরতিকাল-পরিমাণ
কমা (পাদচ্ছেদ),১ (এক) বলতে যে সময় প্রয়োজন
সেমিকোলন (অর্ধচ্ছেদ);১ বলার দ্বিগুণ সময়
দাঁড়ি (পূর্ণচ্ছেদ)এক সেকেন্ড
জিজ্ঞাসা (প্রশ্ন) চিহ্ন?
বিস্ময় চিহ্ন!
কোলন:
কোলন ড্যাস:-
ড্যাস_
উদ্ধরণ চিহ্ন“ ”এক উচ্চারণে যে সময় লাগে
ইলেক বা লোপচিহ্নথামার প্রয়োজন নাই
হাইফেন-
ব্রাকেট (বন্ধনী চিহ্ন)( ) { }
অন্যান্য
বিন্দু.-
ত্রিবিন্দু...-
বিকল্পচিহ্ন/-
  • বাক্যের অভ্যন্তরে বসেঃ কমা, সেমিকোলন, ড্যাস (৩টি)
  • বাক্যের প্রান্তে বসেঃ দাঁড়ি, প্রশ্নচিহ্ন, বিস্ময়চিহ্ন (৩টি)
Reference: অগ্রদূত বাংলা