মানচিত্র
- পৃথিবী বা কোনো অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে বলা হয় – মানচিত্র।
- মানচিত্র পৃথিবীর ভূ-প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি, প্রভৃতি সম্পর্কে ধারণা দেয়।
- ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য তৈরি মানচিত্রকে বলা হয় ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র।
- পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয় – ভূসংস্থানিক মানচিত্রে (Topographic Map)।
- শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য তৈরি করা হয় – দেয়াল মানচিত্র।
- স্কেল অনুসারে মানচিত্র ২ প্রকার। ১. বৃহৎ স্কেলের মানচিত্র, ২. ক্ষুদ্র স্কেলের মানচিত্র।
- বৃহৎ স্কেল মানচিত্রের মাপের একটি উদাহরণ – ১:১০,০০০।
- [বি.দ্র.: ১:১২০০ অনুপাতের ম্যাপ; ১:১০০০০০ ম্যাপ এর চেয়ে বড়।]
- সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় টপোগ্রাফিক মানচিত্র তৈরি করে ব্রিটিশরা।
- ব্যবিলনের গাথুর শহরের ধ্বংসাবশেষে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়।
- সবগুলো জেলাসহ বাংলাদেশকে দেখানো হয় অ্যাটলাস মানচিত্রে।
- মানচিত্রে ১ ইঞ্চিতে ১ ফুট বুঝানোর জন্য প্রতিভূ অনুপাত ১:১২।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা