বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
- বাংলাদেশ ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশ ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- ঢাকার প্রতিপাদ স্থান অবস্থিত চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
- ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে।
- বাংলাদেশের শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলার উপর দিয়ে ৯০° দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা