প্রাচীন বাংলার জনপদ

  • প্রাচীনকালে বাংলাদেশ কোনো একক রাষ্ট্র ছিল না। এটি তখন কতকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। অঞ্চলগুলো জনপদ নামে পরিচিত ছিল।
  • এখন পর্যন্ত ১৬টি জনপদের কথা জানা যায়।
  • বাংলাদেশে প্রাচীনতম বসতি গড়ে উঠে পুণ্ড্রনগরে।
  • বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।
  • প্রাচীন 'পুণ্ড্রনগর' মহাস্থানগড়ে অবস্থিত।
  • মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পুণ্ড্রনগর।
  • বাংলাদেশে প্রাচীনতম শিলালিপি পুণ্ড্রনগরে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা লিপি।
  • বাঙ্গালি জাতির প্রধান অংশ অস্ট্রিক মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
  • বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অস্ট্রিক।
  • বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে আবুল ফজলের আইন-ই-আকবরী।
  • বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে (বগুড়া ও রাজশাহী জেলার অধিকাংশ অঞ্চল।)
  • বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে।
  • বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।
  • প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
  • প্রাচীন রাঢ় জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে।
  • প্রাচীন রাঢ় জনপদ বর্ধমানে অবস্থিত।
  • তাম্রলিপ্তি একটি প্রাচীন জনপদ।
  • রাঢ়ের দক্ষিণে মেদিনীপুরে তাম্রলিপ্তি ও দণ্ডভুক্তি নামে দুটি ছোট বিভাগ ছিল।
  • তাম্রলিপ্তি নৌবন্দর ও বাণিজ্যকেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল।
  • প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম।
  • প্রাচীনকালে রাঙামাটি ও সিলেট ছিল হরিকেল জনপদের অর্ন্তভুক্ত।
  • প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।
  • বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চল বোঝায়।
  • বাংলাদেশের রাজশাহী বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত।
  • বরেন্দ্র বলতে উত্তর-পশ্চিমবঙ্গ এলাকাকে বুঝায়।
  • বরেন্দ্র বলতে উত্তরবঙ্গকে বোঝায়।
  • প্রাচীন গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্রের অবস্থান।
  • সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড়কামতা।
  • কেউ কেউ মনে করেন সমতট হচ্ছে কুমিল্লার প্রাচীন নাম।
  • কুমিল্লা অঞ্চলে সমতট জনপদ অবস্থিত ছিল।
  • নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতট।
  • 'উয়ারী বটেশ্বর' একটি প্রাচীন জনপদ।
  • প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল হরিকেল নামে।
  • বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।

 

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা