মায়ানমারের সাথে সমুদ্র বিজয়

  • বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা বিরোধের মীমাংসার রায় ঘোষণা হয়েছিল ১৪ মার্চ, ২০১২।
  • মামলাটির রায় প্রদান করে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আদালত International Tribunal for the Law of the Sea (ITLOS).
  • ইটলস (ITLOS) এর সদর দপ্তর হামবুর্গ, জার্মানি। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।
  • ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের প্রাপ্তি তিনটি। যথা:
    • ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সীমা (রাষ্ট্রীয় সমুদ্রসীমা)।
    • ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল।
    • চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপান।
  • Law of the Sea-Convention অনুযায়ী উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হবে ২০০ নটিক্যাল মাইল।
  • বাংলাদেশের মহীসোপান (Continental Shelf) এর আয়তন ৩৫৪ নটিক্যাল মাইল।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা