মহাদেশ পরিচিতি
- মোট মহাদেশ- ৭টি।
- জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম মহাদেশ- এশিয়া।
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ- আফ্রিকা।
- জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ- ওশেনিয়া।
- আয়তনে বৃহত্তম দেশ- রাশিয়া।
- আয়তনে ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান।
- পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা- ১৯৫টি।
- পৃথিবীতে গণতান্ত্রিক দেশ- ১২২টি।
- সর্বশেষ স্বাধীন দেশ (৯ জুলাই, ২০১১)- দক্ষিণ সুদান।
- জাতিসংঘের সদস্য দেশ- ১৯৩টি।
- জনসংখ্যায় বৃহত্তম শহর- টোকিও (জাপান)।
- আয়তনে বৃহত্তম শহর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
- উচ্চতম রাজধানী- লাপাজ (বলিভিয়া)।
- দুই মহাদেশ বিস্তৃত নগর- ইস্তাম্বুল (তুরস্ক)।
- ক্ষুদ্রতম রাজধানী- ভ্যাটিকান সিটি।
- সর্বাধিক ব্যবহৃত ভাষা (মাতৃভাষা হিসেবে)- মান্দারিন (চীনা)।
- বৃহত্তম নদী- আমাজন (দক্ষিণ আমেরিকা)।
- বৃহত্তম প্রণালী- তাতার প্রণালী।
- বৃহত্তম দ্বীপ দেশ- ইন্দোনেশিয়া।
- বৃহত্তম আগ্নেয় দ্বীপ- সুমাত্রা (ইন্দোনেশিয়া)।
- বৃহত্তম বদ্বীপ- বাংলাদেশ।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা