এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা

 

স্থান/স্থাপনাবিবরণ
ইন্দোচীনদক্ষিণ-পূর্ব এশিয়ার ৩টি দেশ (লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম) যা ইন্ডিয়া ও চীনের মাঝখানে অবস্থিত। একে ফার্দার ইন্ডিয়াও বলা হয়।
গোল্ডেন ট্রায়াঙ্গেলথাইল্যান্ড, লাওস ও মায়ানমারের সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল। মনে রাখার কৌশল: মাথাল।
গোল্ডেন ক্রিসেন্টপাকিস্তান, আফগানিস্তান ও ইরানের আফিম মাদক উৎপাদন এলাকা।
আরব উপদ্বীপ৭টি দেশ (সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত) নিয়ে গঠিত।
শাত-ইল-আরবপারস্য উপসাগরের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে অবস্থিত একটি ব-দ্বীপ। একে কেন্দ্র করে ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০-১৯৮৮) সংঘটিত হয়।
ব্ল্যাক সিতুরস্ক ও ক্রিমিয়ার মাঝে অবস্থিত। শীতকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার জন্য কৃষ্ণ সাগর বলা হয়।
গোবি মরুভূমিএশিয়ার সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশে ১,৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
গোলান মালভূমিসিরিয়া ও ইসরাইল সীমান্তের উচ্চ মালভূমি। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এটা দখল করে নেয়।
নাগর্নো-কারাবাখআর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবস্থিত একটি ছিটমহল। প্রতিবেশী দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে সশস্ত্র লড়াইয়ের কেন্দ্রস্থল। 
চিকেন নেকবাংলাদেশের সীমান্তঘেষা ভারতে সেভেন সিস্টার্স রাজ্যসমূহের সাথে যোগাযোগের করিডোর। 
ডোকলামভারত-ভুটান-চীনের সীমানায় ত্রিভুজাকৃতি বিন্দুতে অবস্থিত এলাকা। ভুটান বলে 'ডোকলাম', ভারত বলে 'ডোকলা' আর চীন বলে 'ডংল্যাং'। 
জেরুজালেমইসরাইলের রাজধানী। মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের নিকট পবিত্র নগরী হিসেবে পরিচিত।
খাইবার গিরিপথপাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত, দৈর্ঘ্য ৩৩ মাইল।
নাথু লা পাসভারত ও চীনের মধ্যে অবস্থিত আলোচিত স্থল সীমান্ত পথ। 
চীনের মহাপ্রাচীরমঙ্গোলিয়া ও চীনের বিশাল সীমান্ত জুড়ে অবস্থিত। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। নির্মাণকাল খ্রিস্টপূর্ব (২২১-২০৬) অব্দে। দৈর্ঘ্য প্রায় ৬৪০০ কিলোমিটার বা ৪০০০ মাইল।
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানইরাকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত ঝুলন্ত উদ্যান। এটি তৈরি করেন রাজা নেবুচাদনেজার। 
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা