ইউরোপ মহাদেশ
- আয়তনে ইউরোপের তথা বিশ্বের বৃহত্তম দেশ- রাশিয়া।
- আয়তনে ইউরোপের তথা বিশ্বের ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান সিটি।
- জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হলো ভ্লাডিভোস্টক।
- জনসংখ্যায় ইউরোপের তথা বিশ্বের ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান সিটি।
- ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ- কসোভো।
- ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় তুরস্ক।
- ইউরোপের সর্বোচ্চ স্থান বা পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস (৫.৬৪২ মি.)।
- ইউরোপের সর্বনিম্ন স্থান- কাস্পিয়ান সাগর (-২৮ মিটার)।
- ইউরোপের দীর্ঘতম পর্বতমালা: আল্পস (৪,৮০৮ মিটার)।
- ইউরোপের বৃহত্তম দ্বীপ: গ্রিনল্যান্ড (ডেনমার্কের অধীন)।
- ইউরোপের বৃহত্তম উপদ্বীপ: স্ক্যান্ডিনেভিয়া।
- ইউরোপের দীর্ঘতম নদী: ভলগা (রাশিয়া)।
- ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে: উরাল পর্বত, উরাল নদী ও কাস্পিয়ান সাগর।
- ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে: জিব্রাল্টার প্রণালী, ইংলিশ চ্যানেল ও ভূ-মধ্যসাগর।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা