বাল্টিক অঞ্চল | বাল্টিক সাগরের তীরে অবস্থিত উত্তর-পূর্ব ইউরোপের নয়টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত। |
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র/নর্ডিক অঞ্চল | স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রে ৫টি। এগুলো হলো- ১. আইসল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. নরওয়ে, ৪. সুইডেন ও ৫. ফিনল্যান্ড। |
বলকান রাষ্ট্র | বলকান পর্বতমালার পাদদেশে অবস্থিত রাষ্ট্রসমূহকে একত্রে বলকান রাষ্ট্র বলা হয়। বলকান রাষ্ট্র মোট ১১টি। এগুলো হলো- ১. সার্বিয়া ২. মন্টিনিগ্রো ৩. ক্রোয়েশিয়া ৪. স্লোভেনিয়া ৫. বসনিয়া হার্জেগোভেনা ৬. মেসিডোনিয়া ৭. কাসোভো ৮. আলবেনিয়া ৯. বুলগেরিয়া ১০. গ্রিস ১১. রোমানিয়া। |
নটরডেম | ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্রাচীন সভ্যতার একটি বিখ্যাত স্থান। |