অঞ্চলভিত্তিক উত্তর আমেরিকার দেশসমূহ

 

অবস্থানসংখ্যাদেশ
ক্যারিবিয়ান অঞ্চল১৩টি দেশএন্টিগুয়া অ্যান্ড বারবুডা, বাহামাস, রিপাবলিক অব বার্বাডোস, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
মধ্য আমেরিকা৮টি দেশবেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া ও পানামা।
উত্তর আমেরিকা২টি দেশকানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা