দক্ষিণ আমেরিকার বিখ্যাত স্থান ও স্থাপনা

টিটিকাকা হ্রদবলিভিয়া ও পেরুর সীমান্তে অবস্থিত দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ টিটিকাকা।
মাচুপিচুপৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ইনকা সভ্যতার একটি বিস্ময়কর নগরীর নাম মাচুপিচু যার অবস্থান পেরুতে।
লাপাজদক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী ও প্রধান শহর (পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী)।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা