সীমারেখা | সম্পৃক্ত দেশসমূহ |
ডুরাল্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তান |
ম্যাকমোহন লাইন | ভারত ও চীন |
র্যাডক্লিফ লাইন | ভারত ও পাকিস্তান |
জিগফ্রিড লাইন | জার্মানি ও ফ্রান্স |
ওডার-নিস লাইন | জার্মানি ও পোল্যান্ড |
৩৮তম উত্তর অক্ষরেখা | উত্তর ও দক্ষিণ কোরিয়া |
৩১তম উত্তর অক্ষরেখা | ইরান-ইরাক |
২৪তম উত্তর অক্ষরেখা | ভারত-পাকিস্তান |
৩৮° অক্ষরেখা | উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা |
৪৯° অক্ষরেখা | যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা |
লাইন অব কন্ট্রোল (LOC) | ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা |
র্যাডক্লিফ লাইন | বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখা |
সনোরা লাইন | যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিভক্তকারী সীমান্ত রেখা |
ব্লু লাইন | লেবানন ও ইসরাইল এর মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা |