মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা
- সমাজজীবনে মানব আচরণ পরিমাপ ও নিয়ন্ত্রণের যে সকল মানদণ্ড বা আদর্শ রয়েছে তন্মধ্যে অন্যতম প্রধান মানদণ্ড হচ্ছে মূল্যবোধ।
- মূল্যবোধ দ্বারা ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক নির্ণিত হয়। তাই মূল্যবোধকে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হিসেবে গণ্য করা হয়।
- সামাজিক মানুষের নৈতিকতা, সাম্য, আইনের শাসন ইত্যাদি হচ্ছে মূল্যবোধের ভিত্তি।
- মূল্যবোধ হচ্ছে সমাজস্থ মানুষের আদর্শিক আচার-আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
- "মানুষ সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু অথবা দেবতা"-এরিস্টটল।
- মূল্যবোধের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে।
- মূল্যবোধ ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা পরীক্ষা করে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা