মূল্যবোধের সংজ্ঞা
- এস ডব্লিউ পামফ্রে: মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।
- আর টি শেফার: ভালো বা মন্দ, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।
- স্টুয়ার্ড সি ডড: সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে আশা করে।
- অধ্যাপক আর টি পোপেন: ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নাম-ই মূল্যবোধ।
- ফ্রাঙ্কেল: মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।
- M.R William: মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড।
- এম স্পেন্সার: মূল্যবোধ হলো সম্পূর্ণ বিভিন্ন লক্ষ্য থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়নের মানদণ্ড।
- ক্লাইড কুখোন: সামাজিক মূল্যবোধ হলো সেসব প্রকাশ্য ও অনুনেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মূল বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত।
- নিকোলাস রেসার: সামাজিক মূল্যবোধ বলতে সেসব গুণাবলি কে বোঝায় যা ব্যক্তি নিজের সহকর্মীদের দেখে আনন্দিত হয় এবং নিজের সমাজ, জাতি ও পরিবেশের পক্ষে মূল্যবান মনে করে খুশি হয়।
- ওলসেন: সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজ জীবনে বাঞ্চিত ও অবাঞ্চিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য।
- আস্থনি জি ক্যাটান্স: কোনো সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা