মূল্যবোধের চালিকা শক্তি/সংস্কৃতি

সংস্কৃতির উপাদান
  • ভাষা: সুনিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত, লিখিত ও মৌখিক, মাত্রা বা চিহ্নের সামাজিক গঠনকৃত ব্যবস্থা।
  • আদর্শ: সমাজ কর্তৃক কাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠিত আচরণবিধি।
  • অনুমোদন: সামাজিকভাবে আরোপিত পুরস্কার ও শান্তিকে বোঝায়।
  • মূল্যবোধ: ভালো-মন্দ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত এবং ঠিক-বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার মান।
সংস্কৃতির ধরণ

উইলিয়াম এফ অগবার্ন এর মতে দুইটি। 

  • বস্তুগত সংস্কৃতি: বাস্তব রূপ আছে। যেমন- ঘরবাড়ি, টেবিল, খাদ্য-দ্রব্য ইত্যাদি।
  • অবস্তুগত সংস্কৃতি: মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায় অর্থাৎ যা উপভোগ বা অনুধাবন করা যায়। যেমন: যোগাযোগ, সামাজিক সংগঠন, ধর্ম ইত্যাদি।
  • ম্যাকাইভার এর মতে, "যা" সেটাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে সেটাই হলো সভ্যতা।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা