সুশাসনের ধারণা ও সংজ্ঞা

  • যে শাসনব্যবস্থায় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ, কাজকর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়, জনগণ আইনের শাসন মেনে চলে, দেশের জরুরি মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে বিপদ মোকাবেলা করে সে শাসনব্যবস্থাই সুশাসন।
  • 'শাসন' (Governance) এর সাথে 'সু' (Good) প্রত্যয়টি সংযুক্ত হয়ে সুশাসনের (Good Governance) ধারণাটি গড়ে উঠেছে।
  • ইংরেজি 'Governance' শব্দটি প্রাচীন গ্রিক শব্দ 'Kuberaein' থেকে উৎপত্তি লাভ করেছে। যার উৎপত্তিগত অর্থ হলো - to steer.
  • 'সুশাসন' ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসনকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে।
  • ১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করা হয়।
  • সুশাসন হচ্ছে এমন এক শাসন যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে।
  • জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন।
  • সুশাসনের পথে অন্তরায় - স্বজনপ্রীতি।
  • অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা