সুশাসনের ধারণা প্রদানের সময়কাল

সুশাসনের ধারণা প্রদানের সময়কাল:

বিশ্বব্যাংক১৯৮৯ সালে,
ADB১৯৯৫ সালে
HDA১৯৯৮ সালে
  • UNDP সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে ১৯৯৭ সালে।
  • "The Plan of Implementation of the world Summit on Sustainable Development" বা "Earth Summit-2002" বা "The Johannesburg plan of Implementation" এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে অনুষ্ঠিত হয়।
  • এতে মোট চারটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়:
    • টেকসই উন্নয়ন।
    • অর্থনৈতিক উন্নয়ন।
    • সামাজিক উন্নয়ন।
    • পরিবেশ সংরক্ষণ।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা