সুশাসনের সংজ্ঞা

 

সংস্থা/ব্যক্তিসংজ্ঞা
বিশ্বব্যাংক"সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।"
ম্যাককরনি"সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়।"
মিশেল ক্যামডেসাস"রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।"
UNDP"একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।"
জি. বিলনে"সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের এমন পদ্ধতিতে কার্যকরী ব্যবস্থাপক যা উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষম।"
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা