সংস্থা/ব্যক্তি | সংজ্ঞা |
বিশ্বব্যাংক | "সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।" |
ম্যাককরনি | "সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়।" |
মিশেল ক্যামডেসাস | "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।" |
UNDP | "একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।" |
জি. বিলনে | "সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের এমন পদ্ধতিতে কার্যকরী ব্যবস্থাপক যা উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষম।" |