ই- গভর্নেন্স ও সুশাসন

  • ই-গভর্নেন্স বলতে বোঝায় ইলেকট্রনিক গভার্নেন্সকে।
  • শাসন প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্সকে আজ সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে।
  • ই-গভর্নেন্স শব্দটির ব্যবহার শুরু হয়-১৯৯০ সালের শেষ দিকে।
  • ইউরোপীয়ান ইউনিয়ন ই-গভর্নেন্সের সংজ্ঞা প্রদান করে-২০০০ সালে।
  • আমেরিকা ই-গভর্নেন্স অ্যাক্ট পাস করে-২০০২ সালে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা