ই-গভর্নেন্স এর সংজ্ঞা

  • বিশ্বব্যাংক: "ই-গভর্নেন্স বলতে সরকারি তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়।"
  • জাতিসংঘ: "সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং World Wide Web (WWW)-এর মাধ্যমে জনগণের নিকট পৌছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স।"
  •  এপিজে আবুল কালাম: "স্বচ্ছ, নিশ্চিত ও গ্রহণযোগ্য অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও নাগরিকদের বৈধ সেবা দেওয়ার উৎকৃষ্ট উপায় হলো ই-গভর্নেন্স।"
  • চন্দ্রবাবু নাইডু: "ই-গভর্নেন্স হলো Smart Government" 
  • মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন-২০০২: "ই-গভর্নেন্স বলতে বুঝায় ওয়েবসাইট, "ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির সাহায্যে সরকারের সেবা ও তথ্য সরবরাহ করা যাতে সরকারের কার্য পরিচালনার দক্ষতা, স্বচ্ছতা ও সাফল্য বৃদ্ধি পায়।"
  • খমাস এফ গর্ডন: "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হলো ই-গভর্নেন্স।" 
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা