বিখ্যাত দার্শনিকের পরিচিতি

 

দার্শনিকপরিচিতি
প্লেটো
  • গ্রিক দার্শনিক প্লেটো পৃথিবীর প্রথম শিক্ষাগুরু খ্যাত দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন।
  • এথেন্সে 'একাডেমি' প্রতিষ্ঠা করেন।
  • বিখ্যাত গ্রন্থ "দি রিপাবলিক", "এপোলজি" ইত্যাদি।
  • সদগুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়।
  •  "দি রিপাবলিক" গ্রন্থে আলোচনা করেছেন সাম্যবাদ নিয়ে।
অ্যারিস্টটল
  • গ্রিক দার্শনিক।
  • গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র ছিলেন।
  • সুবর্ণ মধ্যক বা Golden Mean ধারণার প্রবর্তক। সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
  • অ্যারিস্টটলের ছাত্র ছিলেন বীর আলেকজান্ডার।
  • বিখ্যাত গ্রন্থ: 'Politics', 'Poetics', 'The Physics' ইত্যাদি।
জেরেমি বেস্থাম
  • যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন।
  • উপযোগবাদ তত্ত্বের জনক বা প্রতিষ্ঠাতা।
  • ১৯৮৯ সালে প্রকাশিত তাঁর "An Introduction of the Principles of Morals and Legisation" গ্রন্থে এই তত্ত্বটি ব্যাখ্যা করেন।
  • উপযোগবাদের মূল বক্তব্য হচ্ছে- 'সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখই সর্বাপেক্ষা ভালো বা নৈতিকতার মানদণ্ড।"
স্টুয়ার্ট মিল
  • ব্যক্তিস্বাতন্ত্রবাদের প্রবক্তা।
  • বিখ্যাত গ্রন্থ: 'On liberty', 'Utilitarianism', 'The Principle of Political Economy', 'A system of Logic' ইত্যাদি।
  • 'On liberty' গ্রন্থে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন।
জ্যাঁ পল সাত্রে
  • অস্তিত্ববাদী চিন্তার সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ।
  • অস্তিত্ববাদী চিন্তার মূল বক্তব্য হচ্ছে- "অস্তিত্ব সারসত্তার পূর্বগামী।"
গোবিন্দ চন্দ্র দেব
  • আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও বাংলার সক্রেটিস নামে পরিচিত।
  • মানবিক দর্শনের প্রবক্তা।
  • বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেবকে পাকিস্তানী বাহিনী ১৯৭১ সালের ২৬ মার্চ হত্যা করে।
  • উল্লেখযোগ্য রচনাবলি: প্লেটোর 'রিপাবলিক" (অনুবাদ), রুশোর "দ্যা সোশাল কন্ট্রাক্ট" (অনুবাদ), "দর্শনকোষ।"
সরদার ফজলুল করিম
  • বাংলাদেশের স্বশিক্ষিত দার্শনিক, মানবতাবাদী চিন্তাবিদ এবং লেখক।
আরজ আলী মাতৃকার
  • নব-নৈতিকতার প্রবর্তন করেন।
  • তাঁর রচনার বিষয়বস্তু ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা।
  • রচনাবলী: সত্যের সন্ধানে', 'সৃষ্টির রহস্য', 'অনুমান', 'স্মরণিকা' ইত্যাদি।
বাট্রান্ড রাসেল
  • একজন ব্রিটিশ দার্শনিক।
  • বিখ্যাত রচনা "Marriage and Morals" এর জন্য ১৯৫০ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

বিখ্যাত গ্রন্থ:

  • Human Society in Ethics and Politics [৪৩তম বিসিএস।
  • Political Ideals [৪১তম বিসিএস।
  • Power: A New Social Analysis [৩৬তম বিসিএস
  • The Element of Ethics
  • A History of Western Philosophy
  • Introduction to Mathematical Philosophy
  • Principia Mathematica
  • Dictionary of Mind
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা