নৈতিকতার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • নৈতিক শক্তির প্রধান উপাদান- সততা ও নিষ্ঠা।
  • নৈতিক শিক্ষার সূচনা হয় পরিবারে।
  • ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী। তার নীতিবিদ্যার মূলকথা ৩টি। যথা- ১. সৎ ইচ্ছা ২. কর্তব্যের জন্য কর্তব্য ৩. শর্তহীন আদেশ
  • কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন জার্মান দার্শনিকদের মুকুটমণি ইমানুয়েল কান্ট।
  • ইমানুয়েল কান্টের মতে, সততার জন্য সদিচ্ছার প্রয়োজন।
  • নৈতিক শক্তি, নৈতিক বিধি ও নৈতিক আদর্শ মানবজীবনের ব্যবহারিক ক্ষেত্রে নৈতিকতার সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
  • আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন- ম্যাকিয়াভেলি (The Prince গ্রন্থে)।
  • Trust, Norms, Network প্রভৃতি হচ্ছে- Social Capital বা সামাজিক মূলধন।
  • নৈতিক অনুশাসন সমাজে বসবাসকারী মানুষের মধ্যে ভালো বা সুনাগরিক হওয়ার প্রত্যাশা বা বোধ জাগ্রত করার মাধ্যমে সমাজ জীবনকে সুন্দর ও স্বার্থক করে তোলে।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে।

 

Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা