- যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।
- আইন হলো আবেগহীন যুক্তি।
- মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে অবস্থান করে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়।
| এরিস্টটল |
- আইন সার্বভৌম শক্তির আদেশ।
| জন অস্টিন, অধ্যাপক হল্যান্ড |
- আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী।
| স্পেন্সার |
- যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।
| জন লক |
- শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।
| প্লেটো |
- আইন হলো সমাজের সেসব সুপ্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতির অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে, নিয়মিতভাবে স্বীকৃতি পেয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন রয়েছে।
| উড্রো উইলসন |
- বিচার বিভাগের দক্ষতাই সরকারের শাসন ক্ষমতার দক্ষতা।
| লর্ড ব্রাইস |