অধ্যাপক লাস্কি | সাম্য বলতে সবার জন্য উপযুক্ত সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত করাকেই বোঝায়। |
অধ্যাপক বার্কার | "অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।" |
কোল | সাম্যের নীতি বলতে বোঝায় একজনের জন্য অধিকার হিসেবে যা কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, তার সবকিছু অন্যের জন্যও সমপরিমাণে নিশ্চিত করা হবে এবং ঠিক একইভাবে যা কিছু অধিকার অন্যদের দেওয়া হবে একেও তা দিতে হবে। |