বিভিন্ন প্রকার স্বাধীনতা

 

ব্যক্তিগত/ পৌর স্বাধীনতা 
  • চলাফেরার অধিকার 
  • নিজ নিজ ধর্ম পালনের অধিকার
  • সম্পত্তি ভোগের অধিকার
 
অর্থনৈতিক স্বাধীনতা
  • যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার
  • বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার
  • রুগ্ন-অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন
  • মজুরি লাভ 
 
রাজনৈতিক স্বাধীনতা
  • ভোটদানের অধিকার 
  • নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার
  •  নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার
  • সরকারি চাকুরি লাভের অধিকার
 
সামাজিক স্বাধীনতা
  • চলাফেরার স্বাধীনতা 
  • জীবনযাত্রার স্বাধীনতা
 
জাতীয় স্বাধীনতা
  • জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার মূল ভিত্তি।
 
আইনগত স্বাধীনতা
  • রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত
 
প্রাকৃতিক স্বাধীনতা
  • জন্মের পর থেকে প্রকৃতিগতভাবে মানুষ যে স্বাধীনতা লাভ করে।
 
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা