স্বাধীনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • "নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম" - জন স্টুয়ার্ট মিল 
  • প্রাকৃতিক স্বাধীনতার ধারণার প্রবক্তা- সামাজিক যুক্তিবাদী চিন্তাবিদগণ (হবস, লক, রুশো)।
  • অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া অর্থবহ হতে পারে না- রাজনৈতিক স্বাধীনতা।
  • স্বাধীনতার ভিত্তি ও শর্ত হচ্ছে- আইন 
  • রাষ্ট্রীয় ব্যবস্থার বিলোপ ঘটানোর মাধ্যমে প্রাকৃতিক স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলেন নৈরাজ্যবাদীরা।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা