অধিকার

  • অধিকার হচ্ছে এমন কতকগুলো মৌলিক সুবিধা যা সকলের জন্য আবশ্যক।
  • অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
অধিকার
  • সমাজে বসবাসকারী সকল মানুষের পারস্পরিক স্বীকৃত দাবি
  • সমাজ ও রাষ্ট্র থেকে নিঃসৃত হয়
মানবাধিকার
  • মানুষের জন্মগত অধিকার
  • জাতিসংঘ থেকে নির্ধারিত ২৮টি অধিকার [জাতিসংঘ সনদের ৩ থেকে ৩০ নম্বর ধারা]।
মৌলিক অধিকার 
  • রাষ্ট্রীয় অধিকার
  • সংবিধান নির্ধারিত ১৮টি অধিকার [সংবিধানের তৃতীয় ভাগ]।
  • তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। 
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা