অধিকারের শ্রেণিবিভাগ

অধিকারকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা-

  • নৈতিক অধিকার ও 
  • আইনগত অধিকার

 

সামাজিক অধিকার
  • জীবনের অধিকার
  • ব্যক্তি স্বাধীনতার অধিকার 
  • চিন্তা ও মত প্রকাশের অধিকার 
  • সভা-সমিতির অধিকার
  • চলাফেরার অধিকার
  • সংবাদপত্রের স্বাধীনতা
  • চুক্তি সম্পাদনের অধিকারআইনের চোখে সমানাধিকার
  • সম্পত্তির অধিকার
  • ধর্মের অধিকার
  • পরিবার গঠনের অধিকার
  • অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের অধিকার
  •  শিক্ষার অধিকার
  • নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার
  • খ্যাতি বা সম্মান লাভের অধিকার
অর্থনৈতিক অধিকার
  • কর্মের অধিকার
  • ন্যায্য মজুরি লাভের অধিকার
  • বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার
  • শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার
  • বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা
  • স্থায়ীভাবে বসবাসের অধিকার
রাজনৈতিক অধিকার
  • নির্বাচনের অধিকার
  • আবেদন করার অধিকার
  • সরকারি চাকরি লাভের অধিকার
  • বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার
  • সরকারের সমালোচনা করার অধিকার
নৈতিক অধিকার
  • বিবেক নৈতিকতা/ন্যায়বোধ থেকে উদ্ধৃত
  • দরিদ্রদের সাহায্য পাবার অধিকার
  • পিতা-মাতা কর্তৃক সন্তান ভরণপোষণের অধিকার
  • জীবনধারণের অধিকার
  • শিক্ষার অধিকার
আইনগত অধিকার
  • আইনগত অধিকারের উৎস-রাষ্ট্র
  • সম্পত্তির অধিকার
  • চাকরির অধিকার
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার
  • মোট: ১৮টি
  • মৌলিক অধিকারের অনুচ্ছেদ: ১৭টি [২৭ থেকে ৪৪ (৩০ বাদে)]
বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদা
  • মোট: ৫টি
  • মৌলিক চাহিদার অনুচ্ছেদ: ১টি [১৫(ক)]
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা