আমলাতন্ত্র
- আমলা- আরবী শব্দ। এর অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন
- রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন- মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন- আমলারা।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ- Bureaucracy
- Bureau- ফরাসি এবং Cracy- গ্রিক Kratein শব্দ থেকে উদ্ভব হয়েছে।
- ব্যুরো (Bureau) শব্দের অর্থ- লেখার টেবিল এবং ক্রেটিন (Kratein) শব্দের অর্থ- শাসন।
- উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হচ্ছে- ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার।
- সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন- ম্যাক্সওয়েবার।
- তিনিই ছিলেন আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
- জনগণের সাথে আমলাদের সম্পর্ক-আনুষ্ঠানিক ও দাপ্তরিক।
- অনুন্নত বিশ্বে, আমলাগণ নিজেদেরকে- জনগণের প্রভু মনে করেন।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা