বার্ষিক গতি

  • সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরার গতিকেই বার্ষিক গতি বলে।
  • নিজ কক্ষপথে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে।
  • পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসার সময়কালকে সৌরবছর বলে।
  • সূর্যের চারদিকে পৃথিবীর গড় গতিবেগ ১৮.৫ মাইল/সেকেন্ড বা ৩০ কিমি/সেকেন্ড।
  • পৃথিবীর সূর্যের চারদিকে ঘণ্টায় ৬৭,০০০ মাইল বেগে ঘুরছে।

বার্ষিক গতির ফল

  • ঋতু পরিবর্তন: বার্ষিক গতির কারণে তাপমাত্রার পার্থক্য অনুসারে বছরে চারটি ঋতুর আবির্ভাব হয়।
  • দিবারাত্রির হ্রাস বৃদ্ধি: নিরক্ষরেখায় সারাবছর দিবারাত্রি সমান থাকে। বার্ষিক গতির কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়।
তারিখউত্তর গোলার্ধদক্ষিণ গোলার্ধ
২১ মার্চপৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান 
২১ জুনদীর্ঘতম দিন/ক্ষুদ্রতম রাতক্ষুদ্রতম দিন/দীর্ঘতম রাত
২৩ সেপ্টেম্বরপৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান 
২২ ডিসেম্বরক্ষুদ্রতম দিন/দীর্ঘতম রাতদীর্ঘতম দিন/ক্ষুদ্রতম রাত
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা