ভূমিরুপ
- পৃথিবীর আকৃতি, গঠন ও প্রকৃতিগতভাবে পার্থক্য রয়েছে। পৃথিবীর ভূমির আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্যকে বলে ভূমিরূপ।
- ভৌগোলিক বিচারে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে ভাগ করা যায় ৩ ভাগে।
- ১. পর্বত
- ২. মালভূমি
- ৩. সমভূমি
পর্বত
- সমুদ্রসমতল থেকে ন্যূনতম ১০০০ মিটার উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলান্তপকে বলে পর্বত।
- উৎপত্তি ও গঠনপ্রকৃতির ভিত্তিতে পর্বতের প্রকার - ৪টি। ভঙ্গিল, আগ্নেয়, চ্যুতি-স্তুপ ও ল্যাকোলিথ।
পর্বতের প্রকার | উদাহরণ |
---|
আগ্নেয় পর্বত | ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা |
---|
ভঙ্গিল পর্বত | হিমালয়, আল্পস, ইউরাল |
---|
চ্যুতি/স্তুপ পর্বত | জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত |
---|
ল্যাকোলিথ পর্বত | যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত |
---|
- পৃথিবীর উচ্চতম পর্বতসমূহ তৈরি হয় - Folding বা ভাঁজ প্রক্রিয়ায়।
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি - আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা অবস্থিত - দক্ষিণ আমেরিকা মহাদেশে।
- ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণি - আল্পস্।
- অলিভ পর্বতটি অবস্থিত - জেরুজালেমে।
- পিরেনীজ পর্বত অবস্থিত - স্পেনে।
- হিন্দুকুশ পর্বত অবস্থিত - আফগানিস্তানে।
- হিমালয় পর্বতমালা অবস্থিত - নেপাল-চীন (তিব্বত)।
- হিমালয় কন্যা বলা হয় - নেপালকে।
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ - মাউন্ট এভারেস্ট।
- মাউন্ট এভারেস্ট অবস্থিত - নেপালে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা - ২৯০৩৫ ফুট।
- এভারেস্ট শৃঙ্গের উচ্চতা - ৮,৮৪৮ মিটার।
- এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী প্রথম ব্যক্তি - এডমন্ড হিলারি। ১৯৫৩ সালে।
- এভারেস্ট জয়ী প্রথম বাঙালি- সত্যব্রত দাশ।
- ২৩ মে ২০১০ সালে যে বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন- মুসা ইব্রাহিম।
- ১ম এভারেস্টজয়ী বাংলাদেশী নারী নিশাত মজুমদার।
- মাউন্ট কিলিমানজারো অবস্থিত- আফ্রিকার তানজানিয়ায়।
- 'গডউইন অস্টিন' পর্বতশৃঙ্গটি কারাকোরাম পর্বতমালার।
- 'ধবলগিরি' পর্বত অবস্থিত- নেপালে।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- বেননেভিস।
- মাউন্ট ফুজিয়ামা অবস্থিত- জাপানে।
- তোরাবোরা হিল অবস্থিত- আফগানিস্তানে।
- Adam's Peak তীর্থস্থানটি অবস্থিত- Sri Lanka।
- Mount Kinabalu' যে দেশের পবর্তমালা- মালয়েশিয়া।
- 'টাইগার হিল' অবস্থিত- দার্জিলিংয়ে।
- খাইবার পাস অবস্থিত- পাকিস্তানে।
- সেন্ট বার্নাড গিরিপথ অবস্থিত- সুইস আল্পস।
- সোয়াত উপত্যকা অবস্থিত- পাকিস্তানে।
মালভূমি
- সমুদ্র সমতল হতে অল্প উচ্চ বিস্তীর্ণ ঢেউখেলানো সমভূমিকে বলে- মালভূমি (Plateous)।
- পৃথিবীর ছাদ বলা হয়- পামীর মালভূমিকে।
সমভূমি
- সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে বলা হয় সমভূমি (Plains)।
- পৃথিবীর বৃহত্তম সমভূমি- মধ্য ইউরোপের সমভূমি।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা