বারিমন্ডল
- পৃথিবীর বিশাল জলরাশির অবস্থানভিত্তিক বিশ্বরণকে বারিমণ্ডল বলা হয়।
- পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ সমুদ্র।
- পৃথিবীর পানির মধ্যে শতকরা ৯৭ ভাগ হলো লবণাক্ত পানি এবং ৩ ভাগ সুপেয় পানি।
- পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা ০.৬৮% ভূগর্ভে ধারণ করে।
- সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব।
- উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে কুয়াশা ও ঝড় হয়।
- জোয়ার-ভাটার স্রোতে নদীখাত গভীর হয়।
- অমাবস্যায় জোয়ার ভাটার তেজকটাল হয়।
- প্রবল জোয়ারের কারণ, এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে।
- জোয়ার-ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ।
- জোয়ার ভাটা হয় আহ্নিক গতির কারণে।
- চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়।
- উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো- প্রায় ১২ ঘণ্টা।
- সুনামীর কারণ হলো- সমুদ্রের তলদেশে ভূমিকম্পন।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা