মহাসাগর
- বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।
- পৃথিবীতে মহাসাগর রয়েছে ৫টি। যথা- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ।
- মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত পৃথিবীর উত্তর গোলার্ধে, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে।
- বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের।
- বিখ্যাত সামুদ্রিক বিশ্ব ঐতিহ্য গ্রেট বেরিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- গ্রেট বেরিয়ার রিফে ৪০০ প্রজাতির কোরাল এবং ১৫০০ প্রজাতির মাছের আবাসস্থল।
- দ্বিতীয় বৃহত্তম মহাসাগর- আটলান্টিক।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পুয়ের্তোরিকো (ট্রেঞ্চ)।
- ভারত মহাসাগরের গভীরতম স্থান সুন্দা ট্রেঞ্চ (খাত)।
- উত্তর মহাসাগরের গভীরতম স্থান ইউরেশিয়ান বেসিন।
- সমগ্র আমেরিকা মহাদেশকে ইউরোপ ও আফ্রিকা থেকে পৃথককারী মহাসাগর- আটলান্টিক।
- আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত সমগ্র আমেরিকা মহাদেশ।
- উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম পাশে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
- পৃথিবীতে সবচেয়ে ছোট মহাসাগর দক্ষিণ মহাসাগর/আর্কটিক।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা