উপসাগর

  • তিনদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত জলরাশিকে বলে- উপসাগর।
  • প্রায় চারদিক স্থল দ্বারা বেষ্টিত পানিরাশিকে বলে- Gulf।
  • পৃথিবীর বৃহত্তম উপসাগর- বঙ্গোপসাগর (Bay হিসেবে) এবং মেক্সিকো উপসাগর (Gulf হিসেবে)।
  • পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশগুলোর আঞ্চলিক জোটের নাম- GCC 

বিশ্বের বিখ্যাত কয়েকটি উপসাগর

নামঅবস্থান
বঙ্গোপসাগর (ভারত মহাসাগর)এশিয়া
মেক্সিকো উপসাগর (আটলান্টিক মহাসাগর)উ. আমেরিকা
হাডসন উপসাগর (আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর)উ. আমেরিকা
পারস্য উপসাগর (আরব মহাসাগর)এশিয়া
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা