নদীর নাম | Key Note |
আমাজন (Amazon) | দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী। এর দৈর্ঘ্য ৬,৭৯২ কি.মি.। নদীটি ৭টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও গায়ানা। |
নীল নদ (Nile) | আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। যার উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ থেকে। দৈর্ঘ্য ৬,৮৫৩ কি.মি.। নদীটি আফ্রিকার ১১টি দেশ তথা- উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কঙ্গো এবং মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়। |
কঙ্গো (Congo) | পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীটি মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে অবস্থিত। এটি আফ্রিকার ২য় বৃহত্তম নদী। |
ইয়াংসিকিয়াং | চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। দৈর্ঘ্য ৬,৩০০ কি.মি.। |
মিসিসিপি-মিসৌরি | যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। মিসৌরি-মিসিসিপির প্রধান উপনদী। মিসিসিপি-মিসৌরির একত্রে দৈর্ঘ্য ৬,২৭৫ কি.মি.। |
হোয়াংহো (Hwang Ho) | কুনলুন পর্বতে উৎপত্তি হওয়া নদীটি প্রাচীনকালে বন্যায় দুইধার প্লাবিত হতো বলে একে 'চীনের দুঃখ' বলা হত। অন্য নাম- পীত নদী, হলুদ নদী। |
মারে ডার্লিং | অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ডার্লিং নদী মারে নদীর একটি উপনদী। |
ভলগা (Volga) | ইউরোপের দীর্ঘতম নদী। দেশ- রাশিয়া ও কাজাখস্তান। |
টাইগ্রিস (Tigris) | দেশ- ইরাক, তুরস্ক এবং সিরিয়া। আরবি নাম- দজলা। |
ইউফ্রেটিস/ফোরাত (Euphrates) | দেশ- ইরাক, তুরস্ক এবং সিরিয়া। আরবি নাম- ফোরাত। টাইগ্রিস ও ইউফ্রেটিস ইরাকের বসরার নিকট মিলিত হয়ে 'শাত-ইল-আরব' নাম নেয়। |
সিন্ধু (Indus) | দেশ- পাকিস্তান, ভারত, চীন এবং আফগানিস্তান। নদীটি পতিত হয়েছে আরব সাগরে। |
ব্রহ্মপুত্র (Brahma Putra) | দেশ- চীন, নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ। দৈর্ঘ্য- ২,৯৪৮ কি.মি.। |
গঙ্গা (Ganges) | দেশ- নেপাল, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশে এটির নাম পদ্মা। |
জর্ডান (Jordan) | দেশ- জর্ডান, ইসরাইল। ইহুদি এবং খ্রিস্ট সম্প্রদায়ের পবিত্র নদী। এ নদীতে মাছ হয়না। |
ইরাবতী | দেশ- মিয়ানমার। |