একনজরে পৃথিবীর বিখ্যাত নদী

 

নদীর নামKey Note
আমাজন (Amazon)দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী। এর দৈর্ঘ্য ৬,৭৯২ কি.মি.। নদীটি ৭টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও গায়ানা।
নীল নদ (Nile)আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী। যার উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ থেকে। দৈর্ঘ্য ৬,৮৫৩ কি.মি.। নদীটি আফ্রিকার ১১টি দেশ তথা- উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কঙ্গো এবং মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়।
কঙ্গো (Congo)পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীটি মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে অবস্থিত। এটি আফ্রিকার ২য় বৃহত্তম নদী।
ইয়াংসিকিয়াংচীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। দৈর্ঘ্য ৬,৩০০ কি.মি.।
মিসিসিপি-মিসৌরিযুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। মিসৌরি-মিসিসিপির প্রধান উপনদী। মিসিসিপি-মিসৌরির একত্রে দৈর্ঘ্য ৬,২৭৫ কি.মি.।
হোয়াংহো (Hwang Ho)কুনলুন পর্বতে উৎপত্তি হওয়া নদীটি প্রাচীনকালে বন্যায় দুইধার প্লাবিত হতো বলে একে 'চীনের দুঃখ' বলা হত। অন্য নাম- পীত নদী, হলুদ নদী।
মারে ডার্লিংঅস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ডার্লিং নদী মারে নদীর একটি উপনদী।
ভলগা (Volga)ইউরোপের দীর্ঘতম নদী। দেশ- রাশিয়া ও কাজাখস্তান।
টাইগ্রিস (Tigris)দেশ- ইরাক, তুরস্ক এবং সিরিয়া। আরবি নাম- দজলা।
ইউফ্রেটিস/ফোরাত (Euphrates)দেশ- ইরাক, তুরস্ক এবং সিরিয়া। আরবি নাম- ফোরাত। টাইগ্রিস ও ইউফ্রেটিস ইরাকের বসরার নিকট মিলিত হয়ে 'শাত-ইল-আরব' নাম নেয়।
সিন্ধু (Indus)দেশ- পাকিস্তান, ভারত, চীন এবং আফগানিস্তান। নদীটি পতিত হয়েছে আরব সাগরে।
ব্রহ্মপুত্র (Brahma Putra)দেশ- চীন, নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশ। দৈর্ঘ্য- ২,৯৪৮ কি.মি.।
গঙ্গা (Ganges)দেশ- নেপাল, ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশে এটির নাম পদ্মা।
জর্ডান (Jordan)দেশ- জর্ডান, ইসরাইল। ইহুদি এবং খ্রিস্ট সম্প্রদায়ের পবিত্র নদী। এ নদীতে মাছ হয়না।
ইরাবতীদেশ- মিয়ানমার।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা