পৃথিবীর প্রধান হ্রদ
- বিশ্বের বৃহত্তম হ্রদ হলো কম্পিয়ান সাগর।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ কম্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত।
- পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ।
- সুপিরিয়র, মিসিগান, হরন, ইরি, অন্টারিও-(যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত) এই পাঁচটি হ্রদকে একত্রে গ্রেট লেকস (Great Lakes) বলে।
- ইসরাইল ও জর্ডানের মধ্যে অবস্থিত মৃত সাগর মূলত একটি হ্রদ।
- লবণাক্ত হ্রদ বলা হয় মৃত সাগরকে।
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ হলো ভিক্টোরিয়া হ্রদ।
- ভিক্টোরিয় হ্রদটি তাঞ্জানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা