একনজের বিশ্বের বিখ্যাত জলপ্রপাত

  • থিবীর জলপ্রপাত সমূহ হলো - ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার ফল।
  • পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত - অ্যাঞ্জেল ফলস্।
  • বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস্ অবস্থিত - ভেনিজুয়েলায়।
  • 'নায়াগ্রা জলপ্রপাত' অবস্থিত - উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র-কানাডা)।
  • বাংলাদেশে জলপ্রপাত রয়েছে - মাধবকুণ্ড, মৌলভীবাজার।
  • প্রাকৃতিক জলপ্রপাত 'হামহাম' অবস্থিত মৌলভীবাজার, বাংলাদেশ।
নামঅবস্থানউচ্চতা
নায়াগ্রাযুক্তরাষ্ট্র, কানাডা১৬৭ মি.
অ্যাঞ্জেলভেনিজুয়েলা, কারাগুনদি৯৭৯ মি.
স্টাফসুইজারল্যান্ড৩০০ মি.
রিবনক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র১২৭ মি.
ভিক্টোরিয়াজিম্বাবুয়ে, জাম্বিয়া১০৮ মি. 
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা