বিষুবরেখা
বিষুবরেখা (Equator)
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে যাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে।
- নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে উত্তর-দক্ষিণে বিভক্ত করে।
- বিষুবরেখা বা নিরক্ষরেখা মহাবৃত্ত ও গুরুবৃত্ত নামেও পরিচিত।
- বিষুবরেখা থেকে কোন স্থানের অক্ষাংশ গণনা করা হয়।
- বিষুবরেখার (Equator) নামানুসারে ইকুয়েডরের নামকরণ করা হয়েছে।
- বিষুবরেখা এশিয়ার দক্ষিণভাগ দিয়ে ও আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা