বাংলাদেশের ভূ-প্রকৃতি
- বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম পলল গঠিত ব-দ্বীপ (riverine delta) সমভূমি।
- দেশের ২০% পাহাড়ি এলাকা ছাড়া প্রায় ৮০% পলল দ্বারা গঠিত সমভূমি।
- বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা ২০০০ ফুট।
- বাংলাদেশের দিনাজপুর জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত।
- সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা ৩৭.৫০ মিটার।
- বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় নিম্নভূমি (low land) সবচেয়ে বেশি।
- মালভূমি ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না।
- বঙ্গোপসাগরে বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত।
- ভূমির অবস্থা ও গঠন অনুসারে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ (১২%)
- প্লাইস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা (৮%)
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি (৮০%)
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা