বায়ুমন্ডল

  • পৃথিবীকে বেষ্টনকারী গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলা হয়।
  • বায়ুমণ্ডলের উপাদান: নাইট্রোজেন (N₂), অক্সিজেন (O₂), আর্গন (Ar), কার্বন ডাই অক্সাইড (CO₂), ওজোন, মিথেন ও অন্যান্য।
  • বায়ুর প্রধান দুটি উপাদান: নাইট্রোজেন ও অক্সিজেন।
  • বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ: ৭৮.১%।
  • বায়ুমণ্ডলে অক্সিজেনের (O₂) পরিমাণ: ২০.৭১%।
  • জীবনের জন্য বায়ুর অবশ্য প্রয়োজনীয় উপাদান: অক্সিজেন।
  • বায়ুর কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ: ০.০৩%।
  • বায়ুমণ্ডলের আর্গনের পরিমাণ: ০.৮০ ভাগ।
  • বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ: ০.০০১%।
  • "বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়" - ফেরেলের সূত্র অনুযায়ী।
Reference: BCS CONCISE SERIES ভূগোল ও নৈতিকতা